মগরাহাট ২: রাজ্যে নারী সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে অঙ্গীকার যাত্রা সেই উপলক্ষে মগরাহাট রেলস্টেশনে দেয়াল লিখন এর মাধ্যমে প্রচার
রাজ্যে নারী সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে অঙ্গীকার যাত্রা আয়োজন করা হয় আর এই অঙ্গীকার যাত্রা উপলক্ষে মগরাহাট দু'নম্বর ব্লকের অন্তর্গত মগরাহাট রেলস্টেশনে দেয়াল লিখন এর মাধ্যমে অঙ্গীকার যাত্রার প্রচার করছে উদ্যোক্তারা।