তুফানগঞ্জ ১: ঘোগারকুটি দেওচরাই মোড় এলাকায় জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির
ঘটনাটি রবিবার সন্ধ্যায় চিলাখানা দুই গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুটি দেওচড়াই মোড় জাতীয় সড়কের উপরের ঘটনা। এ ব্যাপারে সোমবার মৃত ব্যক্তির ছেলে জানান তার বাবার নাম জহরলাল রবিদাস (৬২) । রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থল ছেড়ে মোটরসাইকেলটি পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে আনলে চিকিৎসত্তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করে। যাবার পথে মৃত্যু হয়ে ওই ব্যক্তির।