নানুর: কীর্ণাহারে শুভেন্দু অধিকারী কনভয় লক্ষ্য করে জয় বাংলা ও চোর চোর শ্লোগান
Nanoor, Birbhum | Nov 18, 2025 শুভেন্দু অধিকারিকে লক্ষ্য করে,জয় বাংলা স্লোগান তৃণমূল নেতাকর্মীর সমর্থকদের। এমনকি 'চোর চোর' চিৎকারও করেন তারা।কীর্ণাহার ঢোকার মুখে কীর্ণাহার দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা দেখিয়ে জয় বাংলা স্লোগান ও চোর চোর চিৎকার করেন তৃণমূল নেতাকর্মী সমর্থকরা। ছিলেন আইএনটিটিইউসি ব্লক সভাপতি গোলাপ সেখ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা।