বরজোড়া: বড়জোড়া থানা সার্বজনীন কালীপুজো ৫৭ তম বর্ষে পদার্পণ করলো, উদ্বোধন করলেন সদর মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত
বড়জোড়া থানা সার্বজনীন কালীপুজো ৫৭ তম বর্ষে পদার্পণ করলো। এই কালীপুজোর উদ্বোধন করলেন সদর মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত। উপস্থিত ছিলেন বড়জোড়া তৃণমূল বিধায়ক, বড়জোড়া থানার আইসি, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ অর্চিতা বিদ। এই কালীপুজোর কেন্দ্র করে দুঃস্থ অসহায়দের মানুষদের কম্বল বিতরণ করা হল।