সবং: সবংয়ের বিভিন্ন এলাকা খতিয়ে দেখলেন মহকুমাশাসক সুরভি সিংলা
বৃহস্পতিবার দিনভর পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকা ঘুরে দেখলেন খড়্গপুরের মহকুমা শাসক সুরভি সিংলা।এদিন সবংয়ের মাদুরহাব, সবং কৃষক বাজার, ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন সবং এর বিডিও, সবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত সবংয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি।