রায়গঞ্জ: ন্যায্য মুল্যে ধান খরিদ কেন্দ্র বন্ধ থাকায় হয়রানির মুখে পড়ে কৃষকদের বিক্ষোভ আন্দোলন বিন্দোলে
ন্যায্য মুল্যে ধান খরিদ কেন্দ্র বন্ধ থাকায় হয়রানির মুখে কৃষকদের বিক্ষোভ বিন্দোলে। কিছু সময়ের জন্য পথ অবরোধ করেও বিক্ষোভ দেখান কৃষকরা। সোমবার দুপুরে আন্দোলনকারী কৃষকরা জানান বিগত কয়েকদিন ধরে বন্ধ সরকারি ন্যায্য মুল্যে ধান খরিদ কেন্দ্র৷ তারা গাড়ি ভাড়া করে ধান নিয়ে আসছেন আর ফিরে যাওয়ার সময় কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কয়েকজন অসাধু ব্যক্তি মিথ্যা আন্দোলন করে ধান খরিদ কেন্দ্র বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ৷ এর ফলে সমস্যায় পড়ছেন প্রকৃত কৃষকরা সমস্যায় পড়ছেন