সাঁতুড়ি: সাঁতুড়ির সরকারি ITI কলেজের ছাত্র ছাত্রীরা নিজেদের হাতে ট্রাফিক ব্যরিকেড তৈরি করে সাঁতুড়ি থানার পুলিশকে তুলে দিল
পুরুলিয়ার সাঁতুড়ির সরকারি আই টি আই কলেজের ২০২৪-২৫ ব্যাচের ওয়েল্ডার ট্রেডের চূড়ান্ত প্রকল্প হিসেবে "সেফ ড্রাইভ, সেভ লাইফ" উদ্যোগে ছাত্র ছাত্রীরা নিজেদের হাতে ট্রাফিক ব্যারিকেড তৈরি করে সেই ট্রাফিক ব্যরিকেড দুটি সাঁতুড়ি থানার পুলিশের হাতে তুলে দিল। কলেজ কর্তৃপক্ষ জানান, আমাদের প্রতিভাবান প্রশিক্ষণার্থীরা তাদের দক্ষ প্রশিক্ষকদের নির্দেশনায় এই টেকসই ট্রাফিক ব্যারিকেডগুলি ডিজাইন, নির্মাণ ও রং করে নিজেদের হাতেই তৈরি করেছে।