মাদারিহাট: বুধবার মাদারিহাটে সচেতনতা শিবির করে মেগাফোন বিলি করল বনদপ্তর
হাতির হানায় ত্রস্ত মাদারিহাট বীরপাড়া ব্লকের বাসিন্দারা। লাগাতার হাতি হানা দিচ্ছে। মাঝে মাঝেই মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। গত একমাসেরও কম সময়ে মাদারিহাট বীরপাড়া ব্লকে হাতির হানায় চারজনের মৃত্যু হয়েছে। ঘটনায় বনদপ্তরের ওপর ক্ষোভে ফুঁসছে মানুষ। হাতির হানা ঠেকাতে নজরদারির পাশাপাশি সচেতনতা শিবির করছে বনদপ্তর। বুধবার মাদারিহাট রেঞ্জের তরফে মুজনাই চা বাগানের ৫ নম্বর লাইন এবং মধ্য ছেকামারিতে দুটি সচেতনতা শিবির করে বনদপ্তর। প্রসঙ্গত ওই এলাকাগুলির ওপর দিয়ে হাতি