শান্তিপুর: বয়লার ছাই ফেলে জলাশয় ভরাটের চেষ্টা ।
Santipur, Nadia | Nov 17, 2025 সরকারি জলাশয় বয়লার ছাই ফেলে ভরাটের চেষ্টার অভিযোগ স্থানীয় ধান ব্যবসায়ীর বিরুদ্ধে। শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েত উত্তর কলোনীর ঘটনা। হরিপুর পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো বলেন এলাকার মানুষজন জলাসয় পরিষ্কার করার আবেদন জানিয়ে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আবেদন করে ছিলেন। কোন দপ্তর উদ্দোগ গ্ৰহন করেনি। স্থানীয় পঞ্চায়েত প্রধান সকাল ১১ টা নাগাদ কি বললেন শুনাবো আপনাদের।