আলিপুরদুয়ার ২: শামুকতলা চৌপথী এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় জখম তিন
ভয়াবহ দুর্ঘটনা ঘটলো শামুকতলা চৌপথী এলাকায় মঙ্গলবার বিকেল সাড়ে চারটা নাগাদ।দুর্ঘটনায় আহত হয়েছে তিনজন তাদের চিকিৎসা চলছে শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা গেছে একটি টোটো এবং বাইক চালকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন তিনজন। টোটো চালক এবং বাইক চালক সহ বাইকে থাকা অপর আরোহী গুরুতর জখম হয়ে শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রয়েছেন। বাইক চালক রতন দেবনাথ এবং বাইকে থাকা বিকাশ দেবনাথ আহত হয়েছেন তাদের বাড়ি শামুকতলাতেই।