বহরমপুর: শ্রম-কোড বাতিলের দাবিতে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলফ রিপ্রেজেন্টেটিস ইউনিয়ন জেলা কমিটির পথসভা ও DM ডেপুটেশন
শ্রম-কোড বাতিলের দাবিতে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলফ রিপ্রেজেন্টেটিস ইউনিয়ন মুর্শিদাবাদ জেলা কমিটির পথসভা ও ডি এম ডেপুটেশন কর্মসূচি, এদিন বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে ইউনিয়নের সদস্যরা তারা এসে পথসভা করেন, এবং কেন্দ্রীয় সরকার যে কালা আইন নিয়ে এসেছে তার কপি তারা সেখানে জ্বালিয়ে দেন, এবং দাবিদাওয়া সম্মলিত এটি স্মারকলিপি জমা দেন জেলাশাসক দপ্তরে