মোটরসাইকেল চুরি মামলার তদন্তে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল জয়গাঁ পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ পুলিশের তরফে জানা যায়, সম্প্রতি একটি মোটরসাইকেল চুরির অভিযোগ জয়গাঁও থানায় দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং সূত্র ধরে এক অভিযুক্তকে গ্রেফতার করে রিমান্ডে নেয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রথমে একটি চুরির মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে পুলিশ আরও তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে অতিরিক্ত তিনটি মোটরবাইক উদ্ধার করে।