কাটোয়া ২: পূর্বস্থলীতে ফাংশন দেখতে গিয়ে উধাও বাইক, ঘটনায় গ্রেপ্তার যুবক
বাইক চুরির সাথে যুক্ত থাকার অপরাধে এক যুবককে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিল পূর্বস্থলী থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম রোহিদ শেখ। বাড়ি পূর্বস্থলীর খান পাড়া এলাকায়। গত ২১. ১১. ২০২৫ তারিখে পূর্বস্থলীতে কার্তিক পূজা উপলক্ষে একটি ফাংশানের অনুষ্ঠান দেখতে গিয়ে স্টেশন এর কাছেই মোটরবাইক রেখেছিলেন শামসুদ্দিন শেখ। রাত এগারোটা নাগাদ সেই ফাংশান শেষে বাইক নিতে গিয়ে তিনি দেখেন তার বাইকটি সেখানে নেই। চুরি হয়ে যায় তার বাইকটি।