তমলুক: ধৌলিগামী এক্সপ্রেস ট্রেনে সোনার ছিনতাই করে ভোগপুরে চলন্ত ট্রেন থেকে ফেলে দিল মহিলাকে,RPFএর হাতে দুই ছিনতাইকারী গ্রেফতার
হাওড়া থেকে ধৌলি গামে একটি এক্সপ্রেস ট্রেনে দুই যুবক চলন্ত ট্রেন থেকে এক মহিলা গায়ে সোনা ছিনতাই করে মহিলাকে ধাক্কা মেরে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয় তারপর ওই দুই ছিন্তাকারী ট্রেন থেকে লাফ দিয়ে ভোগপুর গ্রামে ঢুকে পড়ে গ্রামবাসীরা ওই দুই ছিনতাইকারীকে ধরে গণধোলায় দেয় পরে পাঁশকুড়া আরপিএফ পুলিশের হাতে দুজনকে তুলে দেয় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। খড়গপুর রেল হসপিটালভর্তি করা হয় আহত মহিলার নাম সুরমা হাজরা উনি রাউরকেল্লা যাচ্ছিলেন |