রায়গঞ্জ: BLO-র কাজের অতিরিক্ত চাপেই অসুস্থ শিক্ষক, রায়গঞ্জ মেডিকেলে ভর্তি, চাঞ্চল্য রায়গঞ্জের কশবা মাহাশো এলাকায়
BLO-র কাজের অতিরিক্ত চাপেই অসুস্থ শিক্ষক, রায়গঞ্জ মেডিকেলে ভর্তি। বুধবার রাতে অসুস্থ শিক্ষকের পরিজন সুত্রে জানা গেছে, রায়গঞ্জ দক্ষিণ চক্রের গোয়ালদহ এফ.পি স্কুলের শিক্ষক ও ২০৬ নম্বর বুথের BLO কৃষ্ণপদ সরকার অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বুধবার হেমতাবাদে যাওয়ার পথে আচমকা অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে হেমতাবাদ স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে চিকিৎসকদের পরামর্শে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।