গোপীবল্লভপুর ২: তালগ্রামে কন্যা শিশু হত্যার চেষ্টায় তীব্র চাঞ্চল্য — মানবিকতার আলো ছড়িয়ে গ্রামে পৌঁছলেন জেলাশাসক আকাঙ্খা ভাস্কর
বেলিয়াবেড়া থানার তালগ্রামে আট দিনের এক কন্যাশিশুকে বিষ মেশানো দুধ খাওয়ানোর চেষ্টায় চাঞ্চল্য। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্খা ভাস্কর। সঙ্গে ছিলেন মহকুমা শাসক অনিন্দিতা রায় চৌধুরী ও জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো, বিধায়ক দুলাল মুর্মু, ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাহুল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ টিঙ্কু পাল সহ অন্যান্যরা।