খানাকুল ১: 'আমাদের পাড়া আমাদের সমাধান'প্রকল্পের বরাদ্দ টাকায় অন্যত্র কাজ হয়ে যাওয়ার অভিযোগে কুমুড়সা পঞ্চায়েতে বিক্ষোভ
আমাদের পাড়া আমাদের সমাধান'প্রকল্পের বরাদ্দ টাকায় অন্যত্র কাজ হয়ে যাওয়ার অভিযোগে গোঘাটের কুমুড়সা পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন ধুলেপুর গ্রামের মহিলারা।অভিযোগ,গ্রামের গুরুত্বপূর্ণ একটি পুকুর ঘাট "আমাদের পাড়া আমাদের সমাধান"ক্যাম্পে সংস্কার করার দাবি জানিয়েছিলেন।তার জন্য টাকাও বরাদ্দ হয়েছিল।কোন কারণে সেই টাকায় অন্য জায়গায় কাজ হয়ে যাচ্ছে বলে অভিযোগ।পুরো বিষয় জানতে এদিন পঞ্চায়েতে উপস্থিত হলে প্রধানকে না পেয়ে বিক্ষোভ দেখান তারা।