আলিপুরদুয়ার ১: তপসিখাতায় TMCতে ভাঙন,ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান ৩০টি পরিবারের
বুধবার রাত সাড়ে আটটা নাগাদ আলিপুরদুয়ার -১ ব্লকের তপসিখাতায় বিজেপির পক্ষ থেকে একটি যোগদান কর্মসূচি আয়োজন করা হয়।সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব,বিজেপির জেলা সভাপতি মিঠু দাস,যুব মোর্চার জেলা সভাপতি রূপন দাস, ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ সহ অন্য নেতারা।বিজেপির দাবি এদিন তৃণমূল থেকে প্রায় ৩০ টি পরিবার বিজেপিতে যোগদান করেন।এদিন তাদের হাতে পতাকা তুলে দেয় বিপ্লব দেব।