নন্দকুমার: জেলার ১৬টি আসনে জিতে শুভেন্দুকে গুজরাট পাঠিয়ে দেবে বাংলায় ঠাঁই হবে না,আজ নন্দীগ্রামে বলেন জেলার মহিলা সভানেত্রী
পূর্ব মেদিনীপুর জেলার ১৬ বিধান আসনের মধ্যে ২০২১ শের বিধান নির্বাচনে ৭টিতে BJP এবং ৯টি আসন তৃণমূলকংগ্রেসের দখলে যায়। ২০২৬শের বিধান সভা নির্বাচন এখনো বাকি তার পূর্বে কার্যত ১৬টি আসনে জেতার ও বলে নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলকংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী শিবানী দে কুন্ডু বলেন..জেলার ১৬ টি আসনে জিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে গুজরাট দেবে।বাংলায় ঠাঁই হবে না