পিংলা: পিংলার মুন্ডুমারিতে বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ,নিহত ২ যুবক
শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মুন্ডুমারি এলাকায় বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ এ নিহত দুই যুবক।পরে খবর যায় পিংলা থানায়৷ ঘটনাস্থলে আসে পিংলা থানার পুলিশ ও পিংলা ট্রাফিক বিভাগের পুলিশ।ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।প্রাথমিক সূত্রে জানা গিয়েছে নিহত দুই যুবক পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বাসিন্দা৷আগামীকাল মৃতদেহ ময়না তদন্তে পাঠাবে পুলিশ।