ভরতপুর ১: রাত্রে ঘুম ভাঙল চিৎকারে, মাকে কুপিয়ে খুন ছেলের! চাঞ্চল্য ভরতপুরে
শয্যাশায়ী মাকে কুপিয়ে খুন! মানসিক ভারসাম্যহীন ছেলের নৃশংস কাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ভরতপুর থানার খয়রা গ্রামে। সোমবার দুপুরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খয়রা গ্রামের বাড়িতে বছর ৫৮-র মা মিনতি গোস্বামী ও ছেলে রঘুনাথ গোস্বামী থাকতেন। মৃত মিনতি দেবী প্রায় দেড় বছর ধরে শয্যাশায়ী ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত ছেলে রঘুনাথ গোস্বামী বিগত ১০ বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়।