কুমারগ্রাম: ঘাকসাপাড়ায় বুনো হাতির আক্রমণে আহত হলেন এক ব্যক্তি, এলাকায় আতঙ্ক
বুনো হাতির হামলায় আহত হলেন এক জন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের ঘাকসাপাড়ার লক্ষ্মীবাড়ি এলাকায়। সোমবার বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, আহত ওই ব্যক্তির নাম ধনকুমার রায়। রবিবার রাতে তিনি সাইকেলে চেপে গছিমারির মেলা থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি বু্নো হাতি ধনকুমারকে আক্রমণ করে বসে। এতে তিনি আহত হন।