খড়গপুর ১: আসছে সংবিধান দিবস, সেই দিনকে লক্ষ্য রেখে রেলয়ের পক্ষ থেকে ক্রিয়েটিভ কম্পিটিশন খড়্গপুরে
সামনেই পালিত হবে সংবিধান দিবস। সেই উপলক্ষে খড়্গপুরে রেলওয়ে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ ক্রিয়েটিভ কম্পিটিশনের আয়োজন হলো শনিবার দুপুরে খড়গপুর শহরে। ছাত্রছাত্রীরা সংবিধান দিবস সাবজেক্ট এর ওপর স্লোগান রাইটিং, টি শার্ট পেন্টিং, এর মত বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।