বোলপুর-শ্রীনিকেতন: “স্বর্গরাজ্যে চায়ের আড্ডা”, বোলপুরে টোটোচালকের ব্যঙ্গাত্মক পোস্টার ঘিরে চাঞ্চল্য
বোলপুরের টোটোচালক সুকেশ চক্রবর্তী নিজের টোটোর পেছনে লাগিয়েছেন এক ব্যতিক্রমী পোস্টার- “স্বর্গরাজ্যে চায়ের আড্ডা”। পোস্টারে তিনি ব্যঙ্গের ছলে লিখেছেন, SIR হলে যেসব মানুষ মারা গেছেন, তাঁদের আর কষ্ট করে ভোট দিতে আসতে হবে না; কারণ মারা গেলেও ভোটার তালিকায় নাম থাকলে অন্য কেউ তাঁদের হয়ে ভোট দিয়ে দেন। এই পোস্টার ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। তাঁর এই মন্তব্যে উঠে এসেছে ভোটব্যবস্থার নানা প্রশ্ন, অনিয়মের অভিযোগ এবং সাধারণ মানুষের ক্ষোভের প্রতিচ্ছবি। আজ