উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হলদিবাড়ির হুজুর সাহেবের মেলা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরকদমে চলছে। আগামী বৃহস্পতিবার থেকে দু’দিন ধরে মেলা অনুষ্ঠিত হবে হলদিবাড়ি হুজুর সাহেবের মাজার সংলগ্ন এলাকায়। মেলা প্রাঙ্গনে ইতিমধ্যেই বসেছে একাধিক দোকান। পাশাপাশি নতুন দোকান তৈরির কাজও চলেছে দ্রুত গতিতে। মঙ্গলবার বিকেলে মেলা চত্বর জুড়ে এই ব্যস্ত চিত্রই ধরা পড়ল আমাদের ক্যামেরায়।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এই মেলায়।