কলকাতা: অভিজ্ঞতার নম্বর বাতিলের দাবিতে রাজপথে নবাগতরা, পুলিশি বাঁধা উপেক্ষায় উত্তপ্ত শহর কলকাতা
শিক্ষক নিয়োগে অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর বাতিলের দাবিতে ফের উত্তাল শহর। SLST–এর নবাগত চাকরিপ্রার্থীদের মিছিলে সোমবার রাজপথ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশি বিধিনিষেধ মানেননি আন্দোলনকারীরা। ফলে ধস্তাধস্তি, রুট বদল, এবং রাস্তাজুড়ে দৌড়ঝাঁপ— সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। প্রথমে ধর্মতলার দিকে যাওয়ার সিদ্ধান্ত ছিল চাকরিপ্রার্থীদের।