বোলপুর-শ্রীনিকেতন: সুপুরে জোড়া মন্দির অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাদ্য নিয়ে ক্ষোভ, গ্রামবাসীদের বিক্ষোভ,তদন্তের আশ্বাস CDPO-র
আজ ১৭ ই নভেম্বর সোমবার আনুমানিক সকাল ১১ টা নাগাদ বীরভূমের বোলপুর থানার অন্তর্গত রায়পুর সুপুর পঞ্চায়েতের সুপুর গ্রামে জোড়া মন্দির অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের ও পরিমাণে কম খাবার পরিবেশনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। অভিযোগ ক্ষুব্ধ গ্রামবাসীরা সোমবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢুকে সহায়িকা ও রাধুনিকে আটকে রেখে তীব্র বিক্ষোভ দেখান।খবর পেয়ে বোলপুর থানার পুলিশ এবং CDPO মুক্তেশ্বর ঠাকুর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদ