হরিপুর ব্লক প্রশাসনের নির্দেশে শুরু হয়েছে প্রত্যেকটি অঞ্চলের মশা বাহিত রোগ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পাড়ায় পাড়ায় বৈঠকের পাশাপাশি মশার লাভা দমনের কীটনাশক স্প্রে করা হচ্ছে।আইহো অঞ্চলের বিভিন্ন এলাকায় VBDC কর্মীরা পাড়া বৈঠক করেন, বিভিন্ন বিদ্যালয়ে গুলিতে পরিষ্কার পরিচ্ছন্ন সহ মশার লাভা দমনের এর জন্য কীটনাশক স্প্রে করা হচ্ছে দাল্লা স্কুলেও একই ছবি দেখা যায়।