নলহাটি ১: নলহাটি গোপালপুর-কলেজ মোড় বাইপাস রাস্তায় গাঁজা সহ গ্রেফতার ৪ পাচারকারীকে আজ আদালতে পাঠালো নলহাটি পুলিশ
নলহাটি গোপালপুর-কলেজ মোড় বাইপাস রাস্তায় গাঁজা সহ গ্রেফতার ৪ পাচারকারীকে আজ পাঠানো হলো আদালতে। আজ সোমবার বেলা ১১:৩০টা নাগাদ ৪ গাঁজা পাচারকারিতে সিউড়ি আদালতে পাঠালো নলহাটি থানা পুলিশ, প্রসঙ্গত গতকাল গোপন সূত্রে খবর পেয়ে নলহাটি থানার অন্তর্গত গোপালপুর- কলেজ মোড় বাইপাস রাস্তায় অভিযান চালিয়ে ১ টি চারচাকা গাড়ি থেকে প্রায় ২৯ কেজি গাঁজা উদ্ধার করে নলহাটি থানা পুলিশ এবং গ্রেপ্তার করা হয় চার গাঁজা পাচারকারীদের।