আলিপুরদুয়ার ১: মাদী হাতির নেতৃত্বে জলদাপাড়া জাতীয় উদ্যানে ঘুরছে শতাধিক হাতির পরিবার,বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ বন কর্তারা
এক মাদী হাতির নেতৃত্বে জঙ্গলে ঘুরছে শতাধিক হাতির পরিবার।বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এমন ছবিই প্রকাশ করলেন জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO পারভিন কাসওয়ান।যে ছবিতে দেখা যাচ্ছে একসঙ্গে হাতির একটি পরিবার জঙ্গলে ঘুরছে।ওই বনকর্তা জানিয়েছেন হাতিদের দলে প্রবীণ মাদী হাতি নেতৃত্ব দিচ্ছেন।তিনিই গোটা দলকে আগলে রেখেছেন।এই মাদী হাতি গুলোই জঙ্গলের রাস্তাঘাট, জলাশয় এবং বন্য পরিবেশে বেঁচে থাকার দক্ষতা সম্পর্কে জানেন।