শান্তিপুর: মন্দিরের প্রনামি বাস্কের তালা ভেঙে নগদ অর্থ চুরি ।
Santipur, Nadia | Nov 15, 2025 সাত সকালে গ্ৰহরাজ মন্দিরের প্রনামী বাস্কের তালা ভেঙে নগদ অর্থ চুরি হওয়ায় চাঞ্চল্য শান্তিপুর হরিপুর অঞ্চলের মেথিরডাঙ্গা গ্রামের বেলতলা এলাকায়। স্থানীয় প্রতিবেশী জানাচ্ছেন আজ সকালে মন্দিরের কাছে এসে দেখি প্রণামি বক্সের তালা ভাঙ্গা। এলাকার সিসিটিভি গুলো দীর্ঘ কয়েক মাস ধরে খারাপ হওয়াই বন্ধ হয়ে পড়ে রয়েছে। আমরা চাই সিসিটিভি গুলো দ্রুত প্রশাসন সাড়িয়ে দিক। মন্দিরে চুরি হওয়া সম্পর্কে কি বলছেন স্থানীয় এক বাসিন্দা আজ বেলা দশটা নাগাদ শোনাবো আপনাদের।