রায়গঞ্জ: কেন্দ্রের শ্রমকোড বাতিলের দাবীতে রায়গঞ্জের ঘড়ি মোড়ে আন্দোলনে নামলো CITU অনুমোদিত WBMSRU উত্তর দিনাজপুর জেলা কমিটি
কেন্দ্রের শ্রমকোড বাতিলের দাবীতে রায়গঞ্জের ঘড়ি মোড়ে আন্দোলনে নামলো CITU অনুমোদিত WBMSRU উত্তর দিনাজপুর জেলা কমিটি। সোমবার সন্ধ্যায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক জয় দত্ত রায় বলেন, কেন্দ্রীয় সরকারের শ্রমিক কর্মচারী বিরোধী নয়া শ্রমকোড বাতিলের দাবীতে তাদের আন্দোলন। এদিনের এই আন্দোলনে উপিস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা CITU এর সভাপতি রঞ্জন দাস।