পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক কাজে গিয়েছিল ছত্রিশগড়ে।গত ২৪ তারিখ কাজ সেরে বাসায় ফেরার পথে লরির সঙ্গে পিকআপ ভ্যানের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ যায় পিংলার একই গ্রামের তিন যুবকের। আহত হয় আরো এক। ঘটনায় রীতিমতো সৌকল পড়ে যায় এলাকায়। বুধবার বেলা ১১ টা নাগাদ মৃতদেহ পিংলার গ্রামে আসতেই নেমে পড়ে শোকের ছায়া। বুধবার বিকেলে মৃতদেহ গুলির শেষকৃত্য সম্পন্ন হয়।