ইলামবাজার: ইলামবাজার ব্লকের মঙ্গলডিহি অঞ্চল শ্রীরামপুর অগ্রগামী সংঘের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত ফাইনাল অনুষ্ঠিত হয়
ইলামবাজার ব্লকের মঙ্গলডিহি অঞ্চল শ্রীরামপুর অগ্রগামী সংঘের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে বিকাল ৫ টা নাগাদ। উপস্থিত ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সহ বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও অগণিত সাধারণ মানুষ ও ফুটবল প্রেমীরা।