কুমারগ্রাম: ভল্কা এলাকায় বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় শোরগোল
ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভল্কা এলাকায় বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। ঘটনার জেরে এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। বৃহস্পতিবার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃতের নাম মিঠুন দে(৩২)। জানা গিয়েছে, বুধবার রাতে মিঠুনকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা। তাঁকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিঠুন দে'কে মৃত বলে ঘোষণা করেন।