কথা ছিল আজ খুলবে কিন্ত খুললো না ডুয়ার্সের কালচিনি ব্লকের চিঞ্চুলা চা বাগান। হতাশ বাগনের শ্রমিকরা। দূর্গা পুজোর পূর্বে বোনাস নিয়ে সমস্যা জেরে বন্ধ হয়ে যায় ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার চিঞ্চুলা চা বাগান। পরবর্তীতে ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয় পাঁচ ডিসেম্বর বাগান খুলবে। আজ শুক্রবার বাগান খুলবে বলে আশায় বুক বেঁধেছিল শ্রমিকরা কিন্ত বাগান না খোলায় শ্রমিকরা হতাশ সামনেই বড়দিন আর তার পূর্বে আজ বাগান না খোলায় বাগানে কর্মরত সমস্ত শ্রমিক হতাশ। এদিন দুপুর