বড়ঞা: দুর্গম গ্রামেই পৌঁছল চিকিৎসা! মুর্শিদাবাদে শুরু আধুনিক ভ্রাম্যমান ‘দুয়ারে স্বাস্থ্য’ পরিষেবা
মুর্শিদাবাদের দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। গ্রামবাংলার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বড়ঞা ব্লকের মাজিয়ারা স্কুল মাঠ থেকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে চালু হল আধুনিক ভ্রাম্যমান ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা হাসপাতালের ACMOH ডঃ সৌমিক দাস, বড়ঞার BDO গোবিন্দ দাস, বড়ঞা থানার ওসি অরিন্দম দাস সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।