মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু'নম্বর ব্লকে বোহার এক নম্বর অঞ্চলে বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি ও পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী তুলে ধরলেন এবং পাঁচালী পরিবেশন করলেন। শনিবার সকালে বোহার এক নম্বর অঞ্চলের মহিষডাঙ্গা গ্রামে মহিষমর্দিনী মন্দিরে পুজো দিয়ে উন্নয়নের পাঁচালী শুরু করেন। বোহার এক নম্বর অঞ্চলের অধীনে চারটি বুথে প্রচার কর্মসূচি করা হয়। দুপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বসে দুপুরের ভোজন করেন