ফের পথ দুর্ঘটনা সোনারোবাসা ৪নং ওয়ার্ড় এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় আহত হন বাইক চালক সুব্রত নাথ। গাড়িটি পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাড়িতে ঢুকে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক নজরদারি ও গতিনিয়ন্ত্রণের অভাবেই বারবার দুর্ঘটনা ঘটছে।