বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা চম্পাহাটি হাড়ালে বাজি বিস্ফোরণে আরও একজন শ্রমিকের মৃত্যু হল। নাম রাহুল পুঁই ২৩, বাইপাসের এক নার্সিংহোম এ চিকিৎসাধীন ছিলেন রাহুল। আরও একজন কিষান প্রামানিক বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বাজি বিস্ফোরণে চারজন আহত হয়।ঘটনার ৩দিন পর এলো ফরেন্সিক টিম।