ধূপগুড়ি: শান্তিমোড়ে নবনিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি রাজেন ফুয়েলকে সম্বর্ধনা দেওয়া হল
শান্তিমোড়ে নবনিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি রাজেন ফুয়েলকে সম্বর্ধনা দিল একনং আংরাভাষা গ্রামপঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য সহ এলাকাবাসী।এদিন নতুন অঞ্চল সভাপতি রাজেন ফুয়েলকে দলীয় খাদা পড়িয়ে সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি নতুন অঞ্চল সভাপতি সকলকে মিষ্টিমুখও করিয়েছেন। এদিন দলীয় খাদা পড়িয়ে ও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দিয়েছেন একনং আংরাভাষা গ্রামপঞ্চায়েতের প্রধান ললিতা রায় অধিকারী, উপপ্রধান ববি তেলি সাউ, পঞ্চায়েত সদস্য ভানু তিরকি, প্রকাশ শর্মা,গঙ্গা রাই।