কুমারগ্রাম: কামাখ্যাগুড়ি রেলস্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ পরিদর্শন করলেন রেলের আলিপুরদুয়ার ডিভিশনের DRM
বুধবার কামাখ্যাগুড়ি রেলস্টেশন পরিদর্শন করলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুনীল মাহাতোর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধিদল ডিআরএমের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য, কামাখ্যাগুড়ি রেলস্টেশনকে অমৃত ভারত প্রকল্পে অত্যাধুনিক মানের স্টেশন হিসেবে গড়ে তোলার কাজ চলছে জোরকদমে। খুব শীঘ্রই সেটি চালু হবে।