কালচিনি: বিজেপির তরফে হ্যামিল্টনগঞ্জে চালু হল এসআইআর ও সিএএ সহায়তা শিবির
বিজেপির তরফে কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জে চালু হল এসআইআর ও সিএএ সহায়তা শিবির। সাধারণ মানুষকে সহায়তা ও সচেতন করতেই এই শিবির বলে বিজেপি তরফে জানানো হয়।এদিন জেলা সম্পাদক অলোক মিত্র, বিজেপি ৩ নং মন্ডল সভাপতি রুদ্র মন্ডল,বিজেপি জেলা নেত্রী গৌরী ঠাকুর মোচারী ও অঞ্চল প্রমুখ অঙ্কুর ঘোষের উপস্থিতিতে এই শিবির চালু হয়।এ বিষয়ে বুধবার সন্ধ্যা সাতটা নাগদ বিজেপি নেতৃত্বরা জানান, "এসআইআরের পাশাপাশি, সিএএ নিয়েও রাজ্য সরকার ও শাসক দলের নেতৃত্বরা অপপ্রচার চালিয়েছে।