হরিণঘাটা: নিজের এলাকায় সাধারণ মানুষের SIR ফর্ম ফিলাপ করে দিচ্ছেন জেলা দক্ষিণের তৃণমূল কংগ্রেসের সভাপতি।
নির্বাচন কমিশনের নির্দেশমতো ভারতবর্ষের বারোটি রাজ্যে চলছে এস, আই ,আর, এর ফর্ম ফিলাপের কাজ । আজ নদিয়া দক্ষিণ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি দেবাশীষ গাঙ্গুলী নিজের হাতে নিজের এলাকার মানুষের ফর্ম ফিলাপের কাজ দেখা গেল। আজ বৈকাল তিনটে নাগাদ হরিণঘাটা বিধানসভার ঝিকরা পঞ্চায়েতের অধীনে নিজের পাড়াতে দেখা গেল এমনই ছবি ।