তমলুক: গোপীনাথপুরের খাল থেকে রহস্যজনকভাবে এক যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের
পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর থানার চৌখালী এলাকার চব্বিশ বছরের যুবক শেখ আনোয়ার গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে গত বৃহস্পতিবার দিদির বাড়িতে যাওয়ার পথে ওই যুবক নিখোঁজ হয়ে যায় তারপর থেকে আর তাকে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে ভগবানপুরের গোপীনাথপুর খালে এলাকাবাসীরা ওই যুবকের মৃতদেরকে পুলিশকে খবর দেয়। উদ্ধার করে |নিখো যুবকের পরিবার এসে মৃতদেহ সনাক্ত করে এবং দাবি করে ওই যুবককে খুন করা হয়েছে |