বান্দোয়ান: বান্দোয়ান চকবাজারের পথসভা করল অল ইন্ডিয়া কিষাণ খেতমজদুর সংগঠন
উড়িষ্যায় আদিবাসীদের জমি জোরপূর্বক দখল করে বেসরকারি কোম্পানি গড়ে তোলার অভিযোগ তুলে এবং এর বিরুদ্ধে প্রতিবাদে জিন্দাল পকশো প্রতিরোধ মঞ্চ গড়ে ওঠে,সেই মঞ্চের সম্পাদক বেনুধর সর্দার সহ সংগঠনের ৫ সদস্যকে অনৈতিকভাবে রাতের অন্ধকারে গ্রেফতারের প্রতিবাদে রবিবার বিকেল তিনটা নাগাদ ঘটনার প্রতিবাদ জানিয়ে বান্দোয়ানের চকবাজারে পথসভা করে অল ইন্ডিয়া কিষাণ খেত মজদুর সংগঠন।উপস্থিত ছিলেন বান্দোয়ান শাখা সংগঠনের সদস্যরা।