কৃষ্ণনগর ১: কৃষ্ণনগরে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান
মাদক পাচারের অভিযোগে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। ধৃতেরা হলো নাহিরুল ইসলাম সেখ ওরফে নিহারুল ইসলাম ও মহম্মদ মণ্ডল। ধৃতদের শনিবার দুপুর ১২ টা নাগাদ তোলা হলো কৃষ্ণনগর জেলা আদালতে ।তাদের বাড়ি পলাশিপাড়া থানার বড় নলদহ গ্রামে। ধৃত নাহিরুল ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএমের প্রার্থী হিসেবে জয়লাভ করে সাহেবনগর পঞ্চায়েতের সদস্য হন। এরপরই তৃণমূলে যোগদান করে পঞ্চায়েত প্রধান হন।