মাদারিহাট: দুই গন্ডারের শক্তি প্রদর্শনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে জলদাপাড়া জাতীয় উদ্যানে
একটি গন্ডার মাদারিহাটের হলং নদীতে দাঁড়িয়ে জল পান করছিল। অন্যটি কিছুটা দূরে তীরে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। হটাৎ করেই ঘাস খাওয়া ছেড়ে গন্ডারটি তেড়ে আসে জলে দাঁড়ানো গন্ডারটির দিকে। যদিও কোনও মারপিটের ঘটনা ঘটেনি। তবে দুই গন্ডারের শক্তি প্রদর্শনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। জলদাপাড়া জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এবং এখানে আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পর ভারতের বৃহত্তম সংখ্যক গন্ডার রয়েছে। এই অভয়ারণ্যে গন্ডার ছাড়াও বাঘ, হাতি, হরিণ ও অন্য