কলকাতা: পূবালী হাওয়ার দাপে আটকে গেল বঙ্গের শীত, আসছে নিম্নচাপ–ঘূর্ণিঝড়ের সঙ্কেত
বঙ্গবাসী সবে শীতের স্বাদ পেতে শুরু করেছিল। রাতের হালকা ঠান্ডা হাওয়া মনে করিয়ে দিচ্ছিল শীত আসন্ন কিন্তু সেই আমেজ বেশিক্ষণ স্থায়ী হল না। আবহাওয়া দফতরের মতে, নভেম্বরে আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। বরং আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গে ঢুকেছে পূবালী হাওয়া, যা আগামী অন্তত ৯ দিন প্রভাব বিস্তার করবে।