খড়গপুর ১: উত্তরপ্রদেশের সমবায় মন্ত্রী জে.পি.এস রাঠোরকে খড়গপুরে স্বাগত জানালো জেলা বিজেপি
২৬ এর নির্বাচনের আগে নিজেদের সংগঠনকে আরো শক্তিশালী করে তুলতে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে বঙ্গ বিজেপি. পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে বিজেপির সাংগঠনিক বৈঠক. মেদিনীপুর জেলাতেও শুরু হয়েছে বিজেপির ২৬ এর নির্বাচনের প্রস্তুতি. ইতিমধ্যেই আজ সোমবার খড়গপুর শহরে কৌশল্যা এলাকায় এক বিশেষ বৈঠকে যোগ দিতে আসেন উত্তর প্রদেশের সমবায় মন্ত্রী জে.পি.এস রাঠোর। এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ মন্ত্রী কে স্বাগত জানালো জেলা বিজেপি।